Site icon Jamuna Television

সেপ্টেম্বরে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ, সম্ভাব্য প্রতিপক্ষ আফগানিস্তান, মিয়ানমার ও নেপাল

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

আগামী সেপ্টেম্বরে দু’টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এসব ম্যাচের প্রতিপক্ষও বাফুফে প্রায় চূড়ান্ত করে ফেলেছে, বলে জানিয়েছেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।

জানা গেছে, ৪ থেকে ১২ সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে দু’টি হোম ম্যাচ খেলার চেষ্টা করছে বাংলাদেশ। তবে সম্ভাব্য প্রতিপক্ষ আফগানিস্তান, মিয়ানমার ও নেপাল থেকেও সফরের প্রস্তাব আছে। আগামী কয়েকদিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন কাজী নাবিল। এজন্য ২০ আগস্ট থেকে ক্যাম্প শুরু হবে। আর, এর আগেই শুরু হবে অনূর্ধ্ব-২৩ দলের অনুশীলন।

একই সময়ে দু’টি আসর হওয়ায় খেলোয়াড় তালিকা নিয়ে কাজ শুরু করেছেন কোচরা। সম্ভাবনা আছে এ স্কোয়াড নিয়ে এশিয়ান গেমস খেলতে যাওয়ারও। এএফসি এশিয়ান ক্লাব পর্যায়ের টুর্নামেন্টের জন্য ছেড়ে দিতে হবে বসুন্ধরা কিংস ও আবাহনীর ফুটবলারদের। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির বৈঠকে এসব বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

/এসএইচ

Exit mobile version