Site icon Jamuna Television

শিক্ষার্থীদের জিম্মি করে ফায়দা লুটের চেষ্টা না করতে শিক্ষামন্ত্রীর আহ্বান

শিক্ষার্থীদের শিক্ষাজীবন জিম্মি করে রাজনৈতিক দলগুলোকে ফায়দা লুটের চেষ্টা না করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

শনিবার (২৯ জুলাই) দুপুরে চাঁদপুর জেলা শিল্প একাডেমিতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। বলেছেন, করোনার কারণে শিক্ষার্থীদের যা অসুবিধা হয়েছিল, তা কাটিয়ে উঠছে সরকার। এরমধ্যে দেশব্যাপী অরাজক পরিস্থিতি তৈরি হলে শিক্ষা কার্যক্রম আবারও ব্যহত হওয়ার শঙ্কা প্রকাশ করেন দীপু মনি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশ নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সব মীমাংসা করা সম্ভব বলেও জানান শিক্ষা মন্ত্রী।

/এমএন

Exit mobile version