Site icon Jamuna Television

যারা মানুষ পোড়ায়, তাদের বর্জন করতে হবে: তথ্যমন্ত্রী

যারা মানুষের স্বপ্ন পোড়ায়, সহায় সম্পত্তি পোড়ায়, রাজনীতির নামে মানুষ পোড়ায়, তাদের বর্জন করতে হবে। তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন আয়োজিত ‘রাইজিং ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। আরও বলেছেন, বিএনপির আগুন সন্ত্রাস এবং দেশের সম্পদ বিশ্ব বেনিয়াদের হাতে তুলে দেয়ার চক্রান্ত রুখে দিতে হবে। শুক্রবার সমাবেশের নামে গন্ডগোল করতে ব্যর্থ হয়ে বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। এজন্য তারা শনিবার আবার আগুন সন্ত্রাসে লিপ্ত হয়েছে।

এই অনুষ্ঠানে বিভিন্ন পেশা, ব্যবসা ও উদ্ভাবনী ক্যাটাগরিতে সফল তরুণ-তরুণীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

/এমএন

Exit mobile version