Site icon Jamuna Television

সোমবার শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ

রাজধানী ঢাকায় সোমবার (৩১ জুলাই) শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে এই শান্তি সমাবেশ করা হবে।

এদিকে, সোমবার সারাদেশে জনসমাবেশ করার কর্মসূচি দিয়েছে বিএনপি। দলটির এই কর্মসূচি ঘোষণার পর ঢাকায় এই শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।

এর আগে, শনিবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জরুরি সভা শেষে সংবাদ সম্মেলন করে রোববার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন। আওয়ামী লীগের এই কর্মসূচি ঘোষণার ঘণ্টা দুয়েক পরে বিএনপি সোমবার দেশের সব জেলা ও মহানগরে জনসমাবেশ কর্মসূচির ঘোষণা দেয়।

বিএনপির কর্মসূচি ঘোষণার সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা রোববার (৩০ জুলাই) কর্মসূচি ঘোষণা দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু জানতে পেরেছি, আগামীকাল আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা দিয়েছে। তাদের মতো একইদিনে কর্মসূচি ঘোষণা দিয়ে সংঘাত চাই না আমরা। যার কারণে ৩১ জুলাই কর্মসূচি পালন করার ঘোষণা দিচ্ছি।

/এমএন

Exit mobile version