Site icon Jamuna Television

অক্টোবরের শেষ সপ্তাহের আগে তফসিল নয়: সিইসি

সিইসি কাজী হাবিবুল আউয়াল। ছবি: সংগৃহীত

আগামী অক্টোবরের শেষ সপ্তাহের আগে জাতীয় নির্বাচনের তফসিল নয়। আর ডিসেম্বরের শেষে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। এই তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

রোববার (৩০ জুলাই) সকালে যুক্তরাষ্ট্রের টেনেট ফাইন্যান্স ইন্টারন্যাশনাল গ্রুপের প্রতিনিধি টেরি এল ইসলের সাথে সাক্ষাতের পর তিনি এই তথ্য জানান। বৈঠকের পর টেরি এল ইসলে বলেন, তারা একটি স্বাধীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছিলেন, তবে সেটা সংবিধান সম্মত নয়। এটা করতে হলে সংবিধানে পরিবর্তন করতে হবে। বৈঠকের পরই সিইসি নানা বিষয়ে ব্রিফ করেন।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, জাতীয় নির্বাচনের তফসিল নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়নি, সিদ্ধান্ত হয়নি। ৯০ দিন সময়, ওর সঙ্গে মিলিয়ে বলেছিলাম সেপ্টেম্বরে তফসিল। তারপর দেখেছি, অক্টোবরের আগে এটা সম্ভব না।

জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানতে চাইলে তিনি বলেন, ডিসেম্বরের শেষ সপ্তাহের আগে না। এটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির প্রথম সপ্তাহে; ওই জিনিসটাই হচ্ছে গুরুত্বপূর্ণ।

/এম ই

Exit mobile version