Site icon Jamuna Television

নিজেরা আগুন দিয়ে অন্যের ওপর দায় চাপাচ্ছে সরকার, রিজভীর অভিযোগ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নিজেরা আগুন দিয়ে অন্যের ওপর দায় চাপাচ্ছে আওয়ামী লীগ সরকার। এটা আওয়ামী লীগের পুরনো সংস্কৃতি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (৩০ জুলাই) দুপুরে নির্বাচন কমিশনে বিএনপির আয়-ব্যয়ের হিসাব জমা দিয়ে এই অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় সরকারের কোনো জবাবদিহিতা নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শনিবার শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। বাসে আগুন দেয়া প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা নয়, বরং বাইরে থেকে মোটরসাইকেলে এসে আগুন দিয়েছে। অপকর্ম করে দায় চাপানো সরকারের পুরনো অভ্যাস বলেও মন্তব্য করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, বরাবরই নিজেরা এ সমস্ত কাজ করে দায়টা যে অন্যের উপর চাপায়, সেই পুরনো পদ্ধতি পুরনো রীতি আবারও দেখা গেলো। এবং, মানুষের প্রতি ভয়ঙ্কর অমনুষ্যত্বের কাজ যেমন, গাড়ি পোড়ানো, মানুষ পোড়ানো এসব কাজ করে আওয়ামী লীগের যে পাল্টা অভিযোগ করা, দায় চাপানোর যে সংস্কৃতি, সেই সংস্কৃতিরই পুনরাবৃত্তি করেছেন প্রধানমন্ত্রী গতকাল দেয়া তার বক্তব্যে।

আরও পড়ুন: অক্টোবরের শেষ সপ্তাহের আগে তফসিল নয়: সিইসি

/এম ই

Exit mobile version