Site icon Jamuna Television

আর্চারির বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলতে জার্মানির পথে দিয়ারা 

ছবি: সংগৃহীত

আর্চারির বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলতে আজ ভোরে জার্মানির বার্লিনের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ দল। বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ৬ জন আর্চার অংশগ্রহণ করবেন।

ভিসা-টিকিট সব প্রস্তুত থাকলেও বিশ্ব আর্চারির নিষেধাজ্ঞা থাকায় জার্মানি যেতে পারেননি দেশসেরা আর্চার রোমান সানা। দিয়া সিদ্দিকীকে বিয়ের পর এই দম্পতির প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট ছিল এটি। সেই টুর্নামেন্টে দিয়া অংশ নিলেও রোমান পারছেন না যেতে।

বাংলাদেশ থেকে এবার বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ পুরুষে লড়বেন রুবেল, রামকৃষ্ণ সাহা ও সাগর। রিকার্ভ মহিলা ইভেন্টে দিয়া সিদ্দিকী। কম্পাউন্ড পুরুষে আশিকুজ্জামান ও মহিলা ইভেন্টে লড়বেন বন্যা আক্তার।

বাংলাদেশ এবার বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে দলগত মহিলা রিকার্ভ ও কম্পাউন্ড ইভেন্টে অংশগ্রহণ করছে না। কম্পাউন্ড পুরুষ ইভেন্টেও নেই দলগত ইভেন্ট।

/আরআইএম

Exit mobile version