Site icon Jamuna Television

অবকাঠামো তৈরির দরপত্রে অংশ নেয়ার সুযোগ দাবি এসবিএমএ’র

বড় অবকাঠামো প্রকল্পে দরপত্রে অংশগ্রহনের সুযোগ চায় স্টীল বিল্ডিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (এসবিএমএ)। একই সঙ্গে সরকারি বড় প্রকল্পে বিনাশুল্কে নির্মাণ সামগ্রী আমদানি বন্ধেরও দাবি জানায় ব্যবসায়ীদের এই সংগঠন।

রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে বৈঠকে এ দাবি তুলে ধরা হয়। বলা হয়, শিল্প প্রতিষ্ঠানে বড় শেড নির্মাণের ক্ষেত্রে শুল্কছাড়ে প্রি-ফ্যাব্রিকেটেড বিল্ডিং আমদানি বন্ধ হওয়া দরকার। বিনাশুল্কে আমদানির সুযোগ থাকায় শুল্ক দিয়ে কাঁচামাল এনে প্রতিযোগিতায় টিকে থাকা যাচ্ছে না। বিদেশি ঠিকাদার কোম্পানিগুলো বন্ড সুবিধার আওতায় বিনাশুল্কে আমদানি করা কাঁচামাল স্থানীয় বাজারে বিক্রি করে দিচ্ছে। এতে রাজস্ব হারাচ্ছে সরকার।

আরও বলা হয়, বড় প্রকল্পে দেশীয় উদ্যোক্তারা দরপত্রে অংশ নিতে পারলে তুলনামূলক কম দামে প্রি-ফ্যাব্রিকেটেড অংশগুলো নির্মাণের সুযোগ ছিল।

/এমএন

Exit mobile version