Site icon Jamuna Television

শহিদুল আলমের জামিন শুনানিতে বিব্রত হাইকোর্টের বেঞ্চ

তথ্য প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী শহিদুল আলমের জামিন শুনানিতে বিব্রত বোধ করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ। আজ মঙ্গলবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানিককালে বিব্রত বোধ করেন।

নিয়ম অনুসারে মামলাটি প্রধান বিচারপতির কাছে যাবে, তারপর প্রধান বিচারপতি আবেদনটি শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করবেন। আদালতে শহিদুল আলমের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। আর রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন দেওয়ান।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, শহিদুল আলমকে বিনা কারণে আটক রাখা হয়নি। তিনি সাংবাদিকদের জানান, বিচারকদের বিব্রত হওয়ার কারণ ব্যাখ্যা করার রেওয়াজ নেই আদালতে।

Exit mobile version