Site icon Jamuna Television

ডিবি অফিসে বিষ দিলে বিষই খেতে হতো: গয়েশ্বর

ডিবি কার্যালয়ে বিষ দিলে বিষই খেতে হতো বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। পুলিশের হাতে মার খাওয়ার একদিন পর রোববার (৩০ জুলাই) নিজ কার্যালয়ে এ মন্তব্য করেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ডিবিতে খাবার খাওয়ানো এবং এই ছবি সমাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া নিম্নমানের রসিকতা।

সরকার পতনের একদফা দাবিতে রাজধানীর প্রবেশপথে বিএনপি ঘোষিত অবস্থান কর্মসূচিতে গতকাল শনিবার ঢাকার ধোলাইখাল এলাকায় অবস্থান নিয়েছিলেন বিএনপির এ নেতা। তার সঙ্গে ছিলেন দলের নেতাকর্মীরা। সেখানে সংঘর্ষের একপর্যায়ে আহত হন তিনি। এরপর তাকে নিয়ে যাওয়া হয় গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। সেখানে তার মধ্যাহ্ন ভোজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। আর তা নিয়ে একদিন পর মুখ খুললেন গয়েশ্বর চন্দ্র রায়। জানালেন, সেখানে না খেয়ে তার উপায় ছিল না।

ছবি ছড়ানোর বিষয়ে তিনি আরও বলেছেন, যারা এ কাজটি করেছে, এটি অত্যন্ত নিম্ন রুচির পরিচায়ক। এক ধরনের তামাশাপূর্ণ নাটক। এতে কি সরকার প্রমাণ করতে চায় যে, আমরা হা-ভাতে? ভিক্ষা করে খাই? গ্রামের ভাষায় বলা হয়— খাইয়ে খোটা দেয়া। ডিবি অফিসে আমার সঙ্গে যা করা হলো, তা ওই রকমই। আমার বাড়িতেও তো বিভিন্ন সময়ে অনেক লোক খান।

রোববার এই নেতাকে দেখতে নয়াপল্টনে তার কার্যালয়ে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

/এমএন

Exit mobile version