Site icon Jamuna Television

ভারতের গুজরাটে হাসপাতালে ভয়াবহ আগুন

ছবি: এএনআই

ভারতের গুজরাটে হাসপাতালে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। রোববার (৩০ জুলাই) সকালে আহমেদাবাদে ঘটে এ ঘটনা। তবে এতে বিশৃঙ্খলা সৃষ্টি হলেও কেউ হতাহত হয়নি। খবর এএনআইএর।

কর্তৃপক্ষ জানায়, ভোরের দিকে হাসপাতালের বেসমেন্টে আগুনের সূত্রপাত হয়। তীব্রতা বেশি থাকায় আগুন দ্রুত ছড়াতে শুরু করে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা হাসপাতাল। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী এবং চিকিৎসকদের মাঝে। পরে ১২৫ জন রোগীকে সরিয়ে নেয়া হয় নিরাপদ আশ্রয়ে। কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। ১৫টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত।

/এএম

Exit mobile version