Site icon Jamuna Television

ময়মনসিংহে শিলাঙ্গন হাসপাতাল সাময়িক বন্ধের নির্দেশ

চিকিৎসায় অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগের প্রেক্ষিতে ময়মনসিংহে বেসরকারি শিলাঙ্গন হাসপাতালের কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে সিভিল সার্জন কার্যালয়।

সিভিল সার্জন জানান, গত ২৬ আগস্ট তলপেটে ব্যাথা নিয়ে ওই হাসপাতালে ভর্তি হয় চতুর্থ শ্রেণির ছাত্রী রাফিয়া। সেখানে তার শরীরে অস্ত্রপোচার করা হয়। এর পরপরই রাফিয়ার অবস্থার অবনতি হতে থাকে।

তার মৃত্যুর ঘটনায় সোমবার দুপুরে ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বাস্থ্য বিভাগের পরিচালকসহ বিভিন্ন দফতরে অভিযোগ করেন শিশুটির বাবা মাহমুদ বাবু। বিষয়টি খতিয়ে দেখতে ওই হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

Exit mobile version