Site icon Jamuna Television

আবারও বন্ধ হলো রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

ফাইল ছবি

বাগেরহাট প্রতিনিধি:

কয়লা অভাবে আবারও উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে।

রোববার (৩০ জুলাই) সকালে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় কয়লা না থাকায় তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধের তথ্য নিশ্চিত করেছেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম।

তিনি জানান, বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় কয়লা আসতে আগস্ট মাসের ৮ তারিখ পর্যন্ত সময় লেগে যেতে পারে । তবে দ্রুতই বিদ্যুৎ কেন্দ্র চালুর ব্যাপারে চেষ্টা করা হচ্ছে।

এর আগে,গত ৩০ জুন রাতে ও ১৬ জুলাই দুপুরে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ ছিল কেন্দ্রটি। ভারত ও বাংলাদেশের যৌথ অর্থায়নে নির্মিত রামপাল বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিটে মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা রয়েছে ১৩২০ মেগাওয়াট। ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিটটি গত বছরের ১৭ ডিসেম্বর বাণিজ্যিক উৎপাদনে আসে।

এরপর থেকে বিভিন্ন সময়ে কারিগরি ত্রুটি ও কয়লা সংকটে বেশ কয়েকবার বন্ধ ছিল প্রথম ইউনিটের উৎপাদন। দ্বিতীয় ইউনিটটি গত জুন মাসে উৎপাদনে যাওয়ার কথা ছিল। পরীক্ষামূলকভাবে বেশ কয়েকবার চালু করা হলেও এখনই সেটি পুরোপুরি চালু করা সম্ভব হয়নি।

/এসএইচ

Exit mobile version