Site icon Jamuna Television

বিএনপি-জামায়াত মিথ্যাচারের মাধ্যমে আ. লীগের বদনাম করছে: পরশ

ধ্বংসাত্মক কার্যকলাপের জন্য বিএনপি ও জামায়াত যখন ভিসানীতির আওতায় পড়ে যাচ্ছে, তখন মিথ্যাচারের মাধ্যমে আওয়ামী লীগের বদনাম করার চেষ্টা করছে মন্তব্য করেছে যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ।

রোববার (৩০ জুলাই) বিকেলে রাজধানীর মহাখালীতে ঢাকা মহানগর উত্তর যুবলীগ আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ এ মন্তব্য করেন তিনি।

বিএনপি সুষ্ঠু নির্বাচন চায় না উল্লেখ করে যুবলীগ সভাপতি বলেন, দলটির শীর্ষ নেতারা নির্বাচনের অযোগ্য হওয়ায় তারা নির্বাচন বানচালের চেষ্টা করছে। তারা চায় এ দেশে যেন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন না হয়। বিএনপি ও জামায়াতকে দেশের মানুষের ওপর অত্যাচার করতে দিবো না।

এই সমাবেশে যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, কোনোভাবেই রাজপথে বিএনপিকে সহিংসতা করতে দেয়া হবে না। জান-মালের ওপর আঘাত আসলে যুবলীগ তা প্রতিহত করবে। এ সময় নির্বাচন পর্যন্ত মাঠে থাকার ঘোষণাও দেন তিনি।

/এমএন

Exit mobile version