Site icon Jamuna Television

পর্তুগালে মাঠ মাতালেন আশরাফুল

ছবি: সংগৃহীত

ইউরোপ সফরে এসে পর্তুগালে মাঠ মাতালেন বাংলাদেশের ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। শনিবার (২৯ জুলাই) বিকেলে আল মাদা স্টেশনের মাঠে রাইজিং সিলেটের পক্ষে ফিফটি করেন তিনি।

বাংলাদেশ ক্রিকেটার এসোসিয়েশন ইন পর্তুগাল’এর আয়োজনে লিসবন টি১৬ টুর্নামেন্টে অংশগ্রহণ করেন আশরাফুল। শনিবার মাঠে নেমে শাইনিং কুমিল্লার বিপক্ষে ৫২ রানের ম্যাচ জেতানো এক ইনিংস খেলেন। দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি।

বাংলাদেশের ক্রিকেটের এক সময়ের পোস্টার বয় খেলা শেষে বলেন, আয়োজকরা যদি ক্রিকেট বলের অ্যারেঞ্জমেন্ট করতে পারে, তাহলে আগামী বছরগুলোতে এখানে হয়তো আরও ক্রিকেটার আসবেন। যদিও বাংলাদেশের দুই একটি দল আছে পর্তুগালে, আশা করি আরও দল বাড়বে।

বাংলাদেশের সাবেক অধিনায়ককে পর্তুগালে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। উপস্থিত ছিলেন রাজনীতিক, কমিউনিটি ব্যক্তিবর্গ, সাংবাদিক ও ক্রিকেটপ্রেমীরা। ছুটির দিন থাকায় দর্শক উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।

/এএম

Exit mobile version