Site icon Jamuna Television

‘নির্বাচনের আগে ধর্মীয় উসকানি দিয়ে বিভাজন তৈরির চেষ্টা চলছে’

নির্বাচনের আগে অশুভ রাজনৈতিক উদ্দ্যেশেই আওয়ামী লীগ নেতারা সাম্প্রদায়িক বিভাজন টেনে আনছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

আজ মঙ্গলবার সকালে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশের স্থিতিশীলতা ভেঙ্গে ফেলতে সাম্প্রদায়িকতার বিষয়টি সামনে নিয়ে আসছেন তারা। ধর্মীয় উসকানি দিয়ে বিভাজন তৈরির চেষ্টা চলছে। দেশব্যাপী মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের আটক করা হচ্ছে।

ব্রিফিংয়ে সরকার পতনের মহালগ্ন উপস্থিত হয়েছে উল্লেখ করে রিজভী আহমেদ বলেন, গণদাবি উপেক্ষা করলে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে।

Exit mobile version