Site icon Jamuna Television

চলন্ত বাসে প্রতিবন্ধী নারীকে গণধর্ষণ: অভিযুক্ত এরশাদের ৪ দিনের রিমান্ড

টাঙ্গাইলে চলন্ত বাসে প্রতিবন্ধী নারী গণধর্ষণের ঘটনায় বাসের সুপারভাইজার এরশাদকে ৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকালই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়।

আজ শুনানি শেষে মো. আশিকুজ্জামানের আদালত এরশাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরইমধ্যে ভিকটিমকে তার ভাইয়ের জিম্মায় রাখার নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে চালকের সহকারী নাজমুলের জবানবন্দি অনুযায়ী পালিয়ে থাকা সুপারভাইজারকে গ্রেফতার করা হয়। গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে একটি বাসের ভেতর থেকে প্রতিবন্ধী এক নারীকে উদ্ধার করা হয়।

ওই নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে পুলিশকে জানান। ঘটনাস্থল থেকে পুলিশ বাস চালকের সহকারীকে আটক করে। পরে পুলিশ বাদী হয়ে মামলা করা হয়।

Exit mobile version