Site icon Jamuna Television

‘ডকসুরি’র তাণ্ডবে বিপর্যস্ত চীনের একাংশ

প্রলয়ংকারী টাইফুন ‘ডকসুরি’র তাণ্ডবে বিপর্যস্ত চীনের একাংশ। রাজধানী বেইজিংয়ে এখনো বহাল রেড অ্যালার্ট। ক্ষতির মুখে ৭ লাখের বেশি মানুষ। খবর সিসিটিভির।

দেশটির আবহাওয়া অফিস পূর্বাভাসে জানিয়েছে, রাজধানী ও আশপাশের এলাকাগুলোয় আগামী তিনদিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের পাশাপাশি জারি রয়েছে ভূমিধসের সর্তকতা। আবহাওয়াবিদরা বলছেন, ঝড়ের তীব্রতা কমলেও; প্রভাব থাকবে দীর্ঘমেয়াদী। কারণ, আগামী দিনগুলোয় ৬০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

গেলো কয়েকদিনের দুর্যোগে চীনের চারটি প্রদেশে ৪৭৮ মিলিয়ন ইয়েনের ক্ষতিসাধণ হয়েছে। এদিকে, ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ৩৯ জন প্রাণ হারিয়েছেন।

এটিএম/

Exit mobile version