Site icon Jamuna Television

পৃথিবীর ছাদ জয়ের অভিযানে বাংলাদেশের দুই পর্বতারোহী

পৃথিবীর ছাদ পামির মালভূমিতে অভিযানে গেছেন বাংলাদেশের দুই পর্বতারোহী। মর্যাদাপূর্ণ এই অভিযানের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন।

দুই তরুণ পর্বতারোহী সালেহীন আরশাদী ও ইমরান খান ‘স্নো লেপার্ড চ্যালেঞ্জ’ সম্পূর্ণ করার উদ্দেশে এ অভিযানে যাত্রা শুরু করেছেন। ‘স্নো লেপার্ড চ্যালেঞ্জ’ হলো পর্বতারোহণের একটি মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা। পামির ও তিয়েন শান পর্বতশ্রেণীর সর্বোচ্চ পাঁচটি শৃঙ্গ সফলতার সাথে আরোহণ করতে পারলেই কেবল এই চ্যালেঞ্জে জয়ী হওয়া যায়। ৫টি শৃঙ্গের সবগুলোর উচ্চতাই ৭০০০ মিটার বা ২৩০০০ ফুটের বেশি। মধ্য এশিয়ায় অবস্থিত এই দানবীয় শৃঙ্গগুলো দুর্গমতা ও চরম আবহাওয়ার জন্য খ্যাত।

এখন পর্যন্ত পৃথিবীর মাত্র ৬৯৩ জন পর্বতারোহী এই মর্যাদাপূর্ণ চ্যালেঞ্জ শেষ করতে পেরেছেন। সফল হলে শুধু বাংলাদেশি হিসেবেই নয়, দক্ষিণ এশিয়া থেকে তারাই প্রথম এই চ্যালেঞ্জটি শেষ করার গৌরব অর্জন করবেন।

এই পর্বতারোহী জুটি গত ২৭ জুলাই কিরগিজস্থানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। ২২ আগস্ট নাগাদ চূড়ার শীর্ষে আরোহণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে। গত বছর এই উদ্যমী জুটি মাত্র ১০ দিনের মধ্যে হিমালয়ের চারটি শিখর আরোহণ করেছিলেন।

/এমএন

Exit mobile version