Site icon Jamuna Television

নিখোঁজের ১৫ দিন পর সাভারের জঙ্গলে মিললো ব্যবসায়ীর লাশ

আশুলিয়ায় নিখোঁজের ১৫ দিন পর জঙ্গল থেকে সাগর হোসেন নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্বজনরা জানান, গত ২০ আগষ্ট তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায় একই এলাকার বন্ধু সাগর। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। থানায় অভিযোগ করা হলে পুলিশ মেহেদী হাসান ও শাহা হাসানকে আটক করে।

তাদের একজনের দেয়া তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার সকালে আশুলিয়ার আউকপাড়ার একটি জঙ্গল থেকে ব্যবসায়ী সাগরের লাশ উদ্ধার হয়। ঘটনার পর থেকে মূল সন্দেহভাজন সাগর নামে অন্য একজন পলাতক রয়েছে। পুলিশের ধারণা নারীঘটিত দ্বন্দ্বের জেরে এই অপহরণ ও হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

Exit mobile version