Site icon Jamuna Television

‘ডকসুরি’র তাণ্ডবে বেইজিং বিমানবন্দরে বাতিল ৫২টি ফ্লাইট

ছবি: সংগৃহীত

চীনে টাইফুন ‘ডকসুরি’র তাণ্ডবে সৃষ্ট বৈরি আবহাওয়ার কারণে স্থবির বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (৩০ জুলাই) ৫২টি ফ্লাইট বাতিল করা হয়। গ্লোবাল টাইমসের খবর।

ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে এয়ারপোর্টের ব্যবস্থাপনা কমিটি। তারা জানায়, জারি রয়েছে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘রেড অ্যালার্ট’। রানওয়ে থেকে পানি অপসারণের পাশাপাশি যাত্রীদের ফ্লাইট বাতিলের বিষয়ে অবহিত করা হচ্ছে। তাছাড়া, নতুন শিডিউল বা বিকল্প যাতায়াতের তথ্যও সরবরাহ করা হচ্ছে এয়ারপোর্ট থেকেই।

অভ্যন্তরীণ বিমান পরিবহন সংস্থাগুলো অনলাইন বা সরাসরি রিফান্ড করছে টিকিটের অর্থ। অথবা, যাত্রীদের চাহিদা অনুসারে সমন্বয় করা হচ্ছে শিডিউল। একইদিন, রাজধানীর ডাক্সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পরিচালিত হয়েছে ৮৬৭টি ফ্লাইট। যাতায়াত করেন এক লাখ ৪২ হাজার যাত্রী।

আরও পড়ুন: টাইফুন ডকসুরির তাণ্ডবে বিপর্যস্ত চীন, বেইজিংয়ে রেড অ্যালার্ট বহাল

/এম ই

Exit mobile version