Site icon Jamuna Television

ধানমন্ডিতে দশ মিনিটে প্রায় দুই কোটি টাকার ডায়মন্ড চুরি!

সিসিটিভি ফুটেজ।

মাত্র দশ মিনিটেই প্রায় দুই কোটি টাকার ডায়মন্ড নিয়ে হাওয়া হয়ে গেছে চোরের দল। রাজধানীর ধানমণ্ডি মেট্রো শপিং সেন্টারের ট্রাস্ট ডায়মন্ড শপে ঘটেছে এমন রহস্যজনক চুরির ঘটনা।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রোববার (৩০ জুলাই) সকাল দশটা আট মিনিটে শপিং মলে প্রবেশ করে চোরের দল। চারতলায় অবস্থিত দোকানটিতে চুরি করে দশটা ১৮ মিনিটে আবার মূল গেইট দিয়ে তারা বেরও হয়ে যায়।

পুলিশ জানায়, ফুটেজ দেখে চোরদের ধরার চেষ্টা চলছে। তবে, শপিং মল খোলার সময়েই সবার সামনে কিভাবে এমন চুরির ঘটনা ঘটেছে তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তারা।

/এম ই

Exit mobile version