Site icon Jamuna Television

প্রধান বিচারপতির সাথে সিইসির রুদ্ধদ্বার বৈঠক

সুপ্রিম কোর্টে প্রধান নির্বাচন কমিশনার।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও তার প্রতিনিধি দলের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ জুলাই) দুপুর দেড়টা থেকে দুপুর ২টা পর্যন্ত সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হয় এ রুদ্ধদ্বার বৈঠক। বৈঠকে ইসির প্রতিনিধি দলে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম, যুগ্ম সচিব মাহবুবুর রহমান সরকার উপস্থিত ছিলেন। তবে সুপ্রিম কোর্ট প্রশাসনের কোনো কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন না।

বৈঠক শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, প্রধান বিচারপতি শপথ পড়িয়েছেন। আমি বিচার বিভাগে ছিলাম। এটা আমাদের সৌজন্য সাক্ষাৎ। দীর্ঘদিন বিচার বিভাগে কাজ করার কারণে সৌজন্য সাক্ষাৎ ও কৃতজ্ঞতা জানাতে এসেছি।

পরে নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচন ইস্যুতে হাইকোর্ট যে রুল দিয়েছেন, তা নিয়ে কমিশন অফিস কথা বলবে। এ বিষয়ে এখানে কোনো আলাপ হয়নি।

/এম ই

Exit mobile version