Site icon Jamuna Television

বার্সা ছেড়ে পিএসজিতে যাচ্ছেন দেম্বেলে!

ছবি: সংগৃহীত

বার্সেলোনা ছেড়ে ওসমান দেম্বেলে পিএসজিতে যাচ্ছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছিলো। সবশেষ তথ্য অনুযায়ী, প্যারিস সেন্ট জার্মেই বা পিএসজির সঙ্গে পাঁচ বছরের চুক্তির ব্যাপারে মৌখিকভাবে সম্মতি জানিয়েছেন ফরাসি এই ফরোয়ার্ড। বিষয়টি নিশ্চিত করেছেন দলবদল সংক্রান্ত বিশ্বস্ত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানোর দাবি, বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাচ্ছেন উসমান দেম্বেলে। ফ্রান্সের বিশ্বকাপজয়ী উইঙ্গার ৫ বছরের চুক্তিতে স্বদেশি ক্লাবে নাম লেখাচ্ছেন। তাকে পেতে পিএসজিকে দিতে হবে ৫ কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা ৬০০ কোটি টাকার কাছাকাছি। দেম্বেলে পিএসজিকে মৌখিক সম্মতি দিয়েছেন বলেও দাবি করেছেন রোমানো। পিএসজিও চিঠি দিয়ে বার্সাকে বিষয়টি নিশ্চিত করেছে।

২০১৭ সালে ১৩ কোটি ৫০ লাখ ইউরোর বিনিময়ে বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে বার্সেলোনায় যোগ দেন দেম্বেলে। কাতালান ক্লাবটির হয়ে ৬ বছরে জিতেছেন ৭টি শিরোপা। তবে আকাশছোঁয়া দামের প্রতিদান সেভাবে দিতে পারেননি দেম্বেলে। প্রায় প্রতি মৌসুমেই চোটের কারণে লম্বা সময় কাটিয়েছেন মাঠের বাইরে।

অন্যদিকে, আক্রমণভাগকে শক্তিশালী করে তোলার কাজটা এরইমধ্যে শুরু করেছে পিএসজি। রিয়াল মাদ্রিদ থেকে মার্কো আসেনসিও ও মায়োর্কা থেকে দক্ষিণ কোরিয়ার তরুণ উইঙ্গার লি কাং-ইনকে নিয়ে এসেছে। এবার তাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন দেম্বেলে।

/আরআইএম

Exit mobile version