Site icon Jamuna Television

বাড়লো ঢাকা উত্তরের মশক নিধন কার্যক্রমের মেয়াদ

ছবি: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম । ফাইল ফটো

ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চলমান মশক নিধন কার্যক্রম এক মাস বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করার ঘোষণা দিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।

সোমবার (৩১ জুলাই) সকালে রাজধানীর দক্ষিণখানে শিক্ষার্থীদের মাঝে ‘মশার কামড় ক্ষতিকর’ শীর্ষক সচেতনতামূলক কার্টুন বই বিতরণকালে তিনি এই ঘোষণা দেন।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসি তিন স্তরে কার্যক্রম শুরু করেছে। কাউন্সিলরদের নেতৃত্বে নিজ নিজ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে সভা শুরু হয়েছে৷ মশক নিধন কার্যক্রম আরও জোরদার করতে দশটি অঞ্চলের জন্য দশজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হচ্ছে।

এডিসের লার্ভা ধ্বংসে শিগগিরই বায়োলজিক্যাল কীটনাশক বিটিআই ব্যবহার শুরু হবে বলেও জানিয়েছেন মেয়র আতিক।

এটিএম/

Exit mobile version