Site icon Jamuna Television

নেশা এক ছাদ থেকে অন্য ছাদে লাফানো, ৬৮ তলা থেকে পড়ে মৃত্যু

তাকে ডাকা হতো ডেয়ারডেভিল নামে। অসাধারণ সব কাজ করতে মন মাতাতেন দর্শকদের। এক ছাদ থেকে লাফিয়ে অন্য ছাদে চলে যেতেন। তবে তার এই অভ্যাসই হলো কাল। এবার ৬৮ তলা পড়ে মৃত্যু হয়েছে এই ডেয়ারডেভিলের।

সোমাবর (৩১ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নিহত যুকবের নাম রেমি লুসিডির।

প্রতিবেদনে বলা হয়ে, খেলা দেখাতে হংকংয়ের ‘ট্রেগুন্টার টাওয়ার’ কমপ্লেক্সে উঠছিলেন রেমি। কিন্তু হঠাৎই টাল সামলাতে না পেরে ৬৮ তলা থেকে নিচে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মনে করা হচ্ছে, ওই ভবনের সব থেকে উপরের তলার একটি পেন্টহাউজের বাইরে পা পিছলে গিয়েছিল রেমির। সেখান থেকেই এই দুর্ঘটনা। পড়ে যাওয়ার আগে ঝুলন্ত অবস্থায় তিনি ওই পেন্টহাউজের পরিচারকের কাছে সাহায্য চেয়েছিলেন।

এটিএম/

Exit mobile version