Site icon Jamuna Television

আসছে ১৪ দলের নতুন কর্মসূচি

ছবি: আমির হোসেন আমু

বিএনপি’র ‘নৈরাজ্য-সন্ত্রাসের’ বিরুদ্ধে ২ আগস্ট থেকে মাঠে থাকবে ১৪ দল; এ নিয়ে সাত দিনের কর্মসূচি আসছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সভা শেষে জানিয়েছেন জোটের সমন্বয়ক আমির হোসেন আমু।

সোমবার (৩১ জুলাই) বিকেলে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের এক সভা শেষে এ কথা জানান তিনি। আমির হোসেন আমুর নিউ ইস্কাটনের বাসায় এ সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সংবিধানের ধারাবাহিকতা নষ্ট করার অপচেষ্টা বরদাশত করা হবে না। আওয়ামী লীগের প্রবীণ এ নেতা বলেন, বিএনপি আলোচনায় বিশ্বাসী না; তারা উৎখাতে বিশ্বাসী। তাদের সাথে সংলাপের কোনো প্রশ্নই উঠে না।

এটিএম/

Exit mobile version