Site icon Jamuna Television

লিবিয়ায় বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের

লিবিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সতর্কবার্তা দিয়েছে দূতাবাস। দূতাবাসের অফিসিয়াল ফেসবুকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,

ত্রিপলীর সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে লিবিয়ার সরকার State of Alert ঘোষণা করেছে। এ প্রেক্ষাপটে স্ব-স্ব নিরাপত্তা নিশ্চিতকরণের স্বার্থে এবং যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ত্রিপলীস্থ সকল প্রবাসী বাংলাদেশীকে রাস্তাঘাটে চলাফেরা সীমিত করে যথাসম্ভব সাবধানতা অবলম্বন ও সতর্কভাবে বাসায় অবস্থান করার জন্য দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ প্রদান করা হলো। বিশেষকরে ত্রিপলীর গাছর-বেন-গাসির, ওয়াদি রাবিয়া, সালাহউদ্দিন, আইনজারা, হাদবা মাসরুউয়া, এয়ারপোর্ট রোড, ক্রিমিয়া এবং আবুসেলিমসহ অন্যান্য যুদ্ধ কবলিত এলাকাসমূহ পরিহার করার জন্য আহ্বান জানানো হলো।
এছাড়াও লিবিয়াস্থ প্রবাসীবৃন্দকে যেকোন জরুরী প্রয়োজনে দূতাবাসের হটলাইন নাম্বার +২১৮৯১৬৯৯৪২০৭ এ যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ জানানো হলো।

Exit mobile version