Site icon Jamuna Television

বড় জয় পেয়েছে রোনালদোর আল নাসর

ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

আরব ক্লাব চ্যাম্পিয়নশিপের ম্যাচে বড় জয় পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। তিউনিসিয়ার ক্লাব ইউএস মোনাস্তিরকে ৪-১ গোলে হারিয়েছে আল নাসের।

কিং ফাহাদ স্টেডিয়ামে প্রথমার্ধে লিড নেয় আল নাসর। ৪২ মিনিটে অ্যান্ডারসন তালিস্কার গোলে এগিয়ে যায় সৌদি লিগের ক্লাবটি। ৬৬ মিনিটে নাসের ডিফেন্ডার আলওয়াজামির আত্মঘাতী গোলে সমতায় ফেরে মোনাস্তির।

তবে ৭৪ মিনিটে রোনালদোর দারুণ হেডে আবারও লিড নেয় আল নাসর। ২০২৩-২৪ মৌসুমে এটি ছিল পর্তুগিজ তারকার প্রথম গোল। ৮৮ মিনিটে আব্দুল্লাহ আল আমরি আর ৯০ মিনিটে আব্দুল আজিজ আরও এক গোল করলে ৪-১ এর বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সিআর সেভেনের দল।

এএআর/

Exit mobile version