Site icon Jamuna Television

রেফারির সিদ্ধান্তের প্রতিবাদের সাজা বৃদ্ধি করলো এফএ

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগসহ ইংল্যান্ডের সকল ঘরোয়া টুর্নামেন্টে রেফারির সিদ্ধান্তের বিরোধিতা করার সাজা আরো কঠিন করেছে দেশটির ফুটবল ফেডারেশন।

নতুন মৌসুমে থেকে কার্যকর হবে এই নিয়ম। যেখানে বলা হয়েছে ম্যাচ চলাকালীন দুই বা তার বেশি খেলোয়াড় ম্যাচ অফিসিয়ালের কোনো সিদ্ধান্তের প্রতিবাদে ঘিরে ধরলে একটি হলুদ কার্ড দেখাতে পারবেন রেফারি। সেই সাথে এফএ-এর কাছে তা রিপোর্ট করা হবে। ক্লাবের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হতে পারে।

এছাড়াও প্রথমার্ধের বিরতিতে কিংবা ম্যাচের শেষে কোচরা যদি টাচলাইন ছেড়ে কোনো ম্যাচ অফিসিয়ালের মুখোমুখি হতে মাঠে ঢুকে পড়ে, সেক্ষেত্রে কোচরাও শাস্তি পেতে পারেন। সবশেষ মৌসুমে ইপিএলে অফিসিয়ালদের ঘিরে ধরার ঘটনায় ২০টির বেশি জরিমানা করেছে এফএ।

এএআর/

Exit mobile version