Site icon Jamuna Television

লিভারপুলের নতুন অধিনায়ক ভ্যান ডাইক

ভার্জিল ভ্যান ডাইক। ছবি: সংগৃহীত

নতুন অধিনায়ক হিসেবে ভার্জিল ভ্যান ডাইককে বেছে নিয়েছে লিভারপুল। হ্যান্ডারসন ক্লাব ছাড়ায় নতুন দলপতি নির্বাচন করেছেন ইয়্যুর্গেন ক্লপ।

গত মৌসুমটা মোটেও ভালো কাটেনি লিভারপুলের। নতুন মৌসুমে আবারও সেরা ছন্দে ফিরতে চায় দলটি। সেই অভিযানে অলরেডদের নেতৃত্ব দেবেন ডাচ ডিফেন্ডার ভ্যান ডাইক। তার ডেপুটি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে।

অধিনায়ক হ্যান্ডারসনের মতোই লিভারপুল ছেড়েছেন তার ডেপুটি জেমস মিলনার। ফলে এই মৌসুমে নতুন অধিনায়ক ও সহ অধিনায়ক বাছাই করতে হলো ইংলিশ জায়ান্টদের।

এএআর/

Exit mobile version