Site icon Jamuna Television

ফের হামলার শিকার মস্কো, ক্ষতিগ্রস্ত বহুতল ভবন

আবারও হামলা করা হয়েছে রাশিয়ার রাজধানী মস্কোয়। দ্বিতীয়বারের মতো ড্রোন হামলার শিকার হয় একটি বহুতল ভবন। এতে ভবনটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন। খবর বিবিসির।

মেয়র জানান, শহরে রাতভর ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ বাহিনী। তবে এসব ড্রোনের বেশিরভাগই ভূপাতিত করা হয়েছে বলে দাবি ক্রেমলিনের। এর মধ্যে একটি ড্রোন আঘাত হানে মস্কোভা সিটি কমপ্লেক্সে। এতে ভবনটির ২১তম তলা পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। ৱ

এর আগে রোববারও হামলার শিকার হয় এই টাওয়ার। উভয় হামলার জন্যই ইউক্রেনকে দায়ী করেছে ক্রেমলিন। সরাসরি দায় স্বীকার না করলেও সোমবার প্রেসিডেন্ট জেলেনস্কি হুঁশিয়ারি দেন, রাশিয়ার দিকেই যাচ্ছে যুদ্ধ। গত কয়েক মাসে একাধিকবার আক্রমণ চালানো হয়েছে রাশিয়ার অভ্যন্তরে। গত মে’তে হামলার চেষ্টা হয় ক্রেমলিনেও।

এসজেড/

Exit mobile version