Site icon Jamuna Television

খুলনায় যুবককে কুপিয়ে হত্যার পর হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

নিহত সোহাগ পাটোয়ারী। ছবি: সংগৃহীত

খুলনা ব্যুরো:

খুলনা নগরীর লবণচরা থানার সবুজপল্লী এলাকায় সোহাগ পাটোয়ারী নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার মৃত্যু নিশ্চিত করতে হাত ও পায়ের রগ কেটে দেয় তারা।

মঙ্গলবার (১ আগস্ট) সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত সোহাগ লবণচরা থানার পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে সোহাগকে মোবাইল ফোনে কে বা কারা ডেকে নিয়ে যায়। সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে। পরে তার হাত ও পায়ের রগ কেটে ফেলা হয়। কোনো সন্ত্রাসীকে গ্রেফতারে পুলিশকে সহায়তা করায় একটি পক্ষ তার ওপর ক্ষিপ্ত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এএআর/

Exit mobile version