Site icon Jamuna Television

ঢাকায় পৌঁছেছেন ভারতের অর্থমন্ত্রী

তিন দিনের সফরে ভারতের অর্থ ও করপোরেট বিষয়ক মন্ত্রী অরুণ জেটলি দুপুরে ঢাকা পৌছেছেন। তার সঙ্গে রয়েছেন ৩০ সদস্যের প্রতিনিধি দল। বঙ্গবন্ধু এয়ার বেইজে তাকে স্বাগত জানান, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

পরে অর্থমন্ত্রী বলেন, এ সফরের মধ্যে বেশ কিছু প্রকল্পে অর্থায়ন নিয়ে আলোচনা হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে নেওয়া অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন অংশীদারিত্ব উদ্যোগগুলোর অবস্থা পর্যালোচনা করা হবে।বিকেলে, ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে অরুণ জেটলি বক্তব্য রাখবেন। ভারত বাংলাদেশকে তৃতীয় দফায় প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ দিবে । সাংবাদিকদের প্রশ্নের জবাবে, অর্থমন্ত্রী ঋণের শর্ত শিথিলের ব্যপারে আশার কথা জানান।

Exit mobile version