Site icon Jamuna Television

ভিসা জটিলতায় কানাডা লিগে খেলা হচ্ছে না আফিফের

ছবি: সংগৃহীত

ভিসা জটিলতায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলা হচ্ছে না আফিফ হোসেনের। আবেদন করলেও ভিসা না পাওয়ায় যাওয়া হচ্ছে না এই টাইগার ক্রিকেটারের।

সাকিব আল হাসান ও লিটন দাসের পর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার কথা ছিল বাঁহাতি ব্যাটার আফিফ হোসেনের। সারে জাগুয়ার্সের হয়ে খেলার জন্য তাকে অনাপত্তিপত্রও দিয়েছিল বিসিবি। ভিসার আবেদন করলেও নির্দিষ্ট সময়ের মধ্যে ভিসা পাননি আফিফ। এর ফলে শুরুর আগেই শেষ হলো আফিফের গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলার স্বপ্ন।

মূলত, ভিসা পেতে কিছুটা দেরি করতে হবে আফিফকে। ভিসা পাওয়ার পর উড়াল দিলে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ ছিল আফিফের সামনে। এজন্য দেশেই রয়েছেন আফিফ। ৮ আগস্ট পর্যন্ত ছুটি পেলেও কানাডায় না যাওয়ায় মঙ্গলবার (১ আগস্ট) বিসিবিতে মেডিকেল টেস্ট দেন এই বাঁহাতি ব্যাটার।

/আরআইএম

Exit mobile version