Site icon Jamuna Television

কক্সবাজারে অপহরণ করতে গিয়ে গণপিটুনির শিকার ২ রোহিঙ্গা, নিহত ১

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফের মিনা বাজার এলাকায় অপহরণ করতে গিয়ে স্থানীয়দের হাতে গণপিটুনির শিকার হয়েছে দুই রোহিঙ্গা। পরে পুলিশ তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। আরেকজন চিকিৎসাধীন।

সোমবার (৩১ জুলাই) বিকেলে টেকনাফের হোয়াইক্যং মিনাবাজার আব্দুল মালেকের ঘোনা এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মিনাবাজার এলাকার শাহ আলমের দুই ছেলে আবছার ও তার ছোটভাই পাহাড় থেকে নিজেদের পালিত গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় আব্দুল মালেকের ঘোনার কাছাকাছি পৌঁছলে আবছারকে অপহরণকারীরা ধরে বেঁধে ফেলে। এ সময় ছোট ভাই চিৎকার করলে তাদের পেছনে থাকা বাবা শাহ আলম অন্যান্যদের নিয়ে এগিয়ে গিয়ে দুই রোহিঙ্গাকে ধাওয়া করে হাতে নাতে ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেয় জনতা।

ঘটনার পর গণপিটুনির শিকার রোহিঙ্গা পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করা সম্ভব না হলেও কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, চিকিৎসাধীন রোহিঙ্গা পরিচয় গোপন করলেও পরে সঠিক পরিচয় শনাক্ত করা গেছে। সে টেকনাফের আলোচিত হাকিম ডাকাতের ভাই বশির উল্লাহ।

বশির উল্লাহ’র বিরুদ্ধে খুন, ডাকাতি, অপহরণসহ একাধিক মামলা রয়েছে।

এটিএম/

Exit mobile version