Site icon Jamuna Television

নেপালকে হারিয়ে সাফ মিশন শুরু পাকিস্তানের

শেষ মুহূর্তের রোমাঞ্চে সাফের উদ্বোধনী ম্যাচে জয় তুলে নিয়েছে পাকিস্তান। নেপালকে হারিয়েছে ২-১ গোলে। অথচ, র‍্যাঙ্কিং বিচারে সবার চেয়ে পিছিয়ে ছিল তারা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেলে শুরু হওয়া ম্যাচে প্রথম থেকেই আধিপত্য ছিল ১৬১ র‍্যাঙ্কিংয়ে থাকা নেপালের। বল দখলে রেখে আক্রমণেও গেছে বারবার। কিন্তু ৩৬ মিনিটে উল্টো লিড পায় পাকিস্তান। নিজেদের পেনাল্টি বক্সে ফাউল করে নিজে হলুদ কার্ড দেখার পাশাপাশি পাকিস্তানকে পেনাল্টি উপহার দেন নেপালের অধিনায়ক বিরাজ মহারর্জন। আর এই সুযোগ হাতছাড়া করেননি পাকিস্তান।

পেনাল্টি পেয়ে স্পটকিক থেকে গোল করেন মোহাম্মদ রিয়াজ। খেলায় ফেরার চেষ্টা করা নেপালিজরা সাফল্য পায় খেলা শেষ হবার ৭ মিনিট আগে। তবে দারুণ ফিনিশিংয়ে দলকে সমতায় ফেরান বিমল মাগার। এরপর মুহুর্মুহু আক্রমণে যায় নেপাল। কিন্তু, তখনও চমক দেখানো বাকি ছিল পাকিস্তানের। খেলার ইনজুরি সময়ের একেবারে শেষে মোহাম্মত আলীর দুর্দান্ত হেডে জয়সূচক গোলের দেখা পায় পাকিস্তান।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version