Site icon Jamuna Television

নাইজেরিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণে বেঁচে গেলেন ২ পাইলট

ছবি: সংগৃহীত

আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত ঘটনা ঘটেছে। তবে এ দুর্ঘটনায় প্রাণে বেঁচে গিয়েছেন ২ পাইলট। মঙ্গলবার (১ আগস্ট) দেশটির বাণিজ্যিক রাজধানী লাগোসে হয় এ দুর্ঘটনা। খবর রয়টার্সের।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, লাগোসের ব্যস্ততম সড়কে হঠাৎই আছড়ে পড়ে উড়োযানটি। দুর্ঘটনাস্থলের সামনেই ছিল ইউনাইটেড ব্যাংক অব আফ্রিকা। মুহূর্তেই পুরো হেলিকপ্টারে আগুন ছড়িয়ে পড়ে। তবে, প্রত্যক্ষদর্শীদের সহযোগিতায় দ্রুত উদ্ধার করা সম্ভব হয় পাইলটদের।

প্রশাসনের তথ্য অনুসারে, দুই পথচারীসহ ৪ জন আহত হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার মূল কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক ধারণা অনুসারে, যান্ত্রিক ত্রুটির কারণেই এ দুর্ঘটনা।

এএআর/

Exit mobile version