Site icon Jamuna Television

পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে বোমা হামলা, প্রাণহানি বেড়ে ৫৬

আহতদের দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনির। ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বোমা বিস্ফোরণে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জনে। জমিয়াত উলেমা ইসলাম ফজলের অনুষ্ঠানে ভয়াবহ এ আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গী গোষ্ঠী আইএস। খবর রয়টার্সের।

আসন্ন জাতীয় নির্বাচনের আগে এমন ঘটনায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিপাকে সরকার। এদিকে, আহতদের দেখতে মঙ্গলবার (১ আগস্ট) পেশোয়ারের সামরিক হাসপাতালে যান পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনির।

এদিকে, রোববারের হামলার কঠোর নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সন্ত্রাস দমনে পাকিস্তানকে সব ধরনের সহায়তার আশ্বাসও দিয়েছে মার্কিন সরকার।

এএআর/

Exit mobile version