Site icon Jamuna Television

স্কুলছাত্র নিবিড় হত্যা: জড়িতদের বিচার দাবি শিক্ষক-সহপাঠীদের

স্টাফ করেসপনডেন্ট, শরীয়তপুর:

শরীয়তপুরে স্কুলছাত্র নিবিড় হত্যায় জড়িতদের বিচার দাবি করেছেন তার শিক্ষক ও সহপাঠীরা। এ উপলক্ষ্যে বুধবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জেলার মধ্যবাজার সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা।

এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে শরীয়তপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান করেন তারা।

প্রসঙ্গত, জেলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিশুকানন কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন হৃদয় খান নিবিড়। গত ৩১ জুলাই বিকেলে সে নিখোঁজ হয়। ওইদিনই নিবিড়ের মাকে ফোন করে ৫০ লক্ষ টাকা দাবি করে অপহরণকারীরা। বিষয়টি পুলিশকে জানালে তারা শিশুটিকে হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখে। এ ঘটনায় সন্দেহভাজন চার আসামিকে আটক করেছে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যমতে, ১ আগস্ট ভোর ৬টার দিকে নিবিড়ের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ইট ভাটার পাশের একটি বাগান থেকে মাটিতে পুঁতে রাখা মরদেহ উদ্ধার করে পুলিশ। আসামিরা বর্তমানে জেল হাজতে রয়েছে।

এএআর/

Exit mobile version