Site icon Jamuna Television

ধরলা নদীতে জেলেদের জালে শুশুক

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা নদীতে জেলেদের জালে এক বিশাল আকৃতির শুশুক ধরা পড়েছে। মঙ্গলবার দুপুরে দ্বিতীয় ধরলা সেতুর এক কিলোমিটার পশ্চিমে গভীর পানিতে প্রায় আড়াই মণ ওজনের এ শুশুকটি ধরা পড়ে। শুশুক ধরা পড়ার খবর ধরলা তীরবর্তী এলাকায় ছড়িয়ে পড়লে এক নজর দেখার জন্য নদীর পাড়ে শতশত উৎসুক নারী পুরুষের ঢল নামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধরলা সেতুর এক কিলোমিটার পশ্চিমে গভীর পানিতে মাছ ধরার জন্য বেড় জাল ফেলেন জেলার কাঠালবাড়ী ছিনাই এলাকার হাড্ডু মিয়াসহ একদল জেলে। জাল টেনে কিনারে নিয়ে আসার এক পর্যায়ে শুশুকটি লাফালাফি শুরু করে। পরে সকলে মিলে জাল দিয়ে পেঁচিয়ে শুশুকটিকে আটক করে নৌকায় তোলেন তারা।

জেলে সর্দার হাড্ডু মিয়া (৫০) জানান, শুশুকের তেল বিভিন্ন রোগের ঔষধ হিসাবে ব্যবহৃত হয়। এটি ২০ থেকে ২৫ হাজার টাকায় বিক্রি হবে।

Exit mobile version