সুনামগঞ্জে বেড়াতে গিয়ে নাশকতার মামলায় আটককৃত বুয়েটের ২৪ জনসহ ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৩২ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২ আগস্ট) দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তাদের হাজির করে পুলিশ। জামিন আবেদন জানান আসামিপক্ষের আইনজীবী। বিচারক ৩২ জনের জামিন মঞ্জুর করেন। তারা আজই ছাড়া পেতে পারেন। আর জামিন মঞ্জুর না হওয়া দু’জন এসএসসি শিক্ষার্থী।
রোববার (৩০ জুলাই) ভোরে বুয়েটের ২৪ শিক্ষার্থীসহ মোট ৩৪ শিক্ষার্থী ঘুরতে যান টাঙ্গুয়ার হাওরে। নিলাদ্রি লেকে যাওয়ার পথে তাদের আটক করে তাহিরপুর থানা পুলিশ। পুলিশের দাবি, আটককৃতরা নৌকায় সরকারবিরোধী কার্যকলাপের বৈঠক করছিল। পরে পুলিশ বাদী হয়ে নাশকতার মামলা করে। সোমবার তাদের আদালতের মাধ্যমে পাঠানো হয় কারাগারে।
/এম ই

