Site icon Jamuna Television

কলকাতায় আচমকা ভেঙে পড়লো সেতু, বহু হতাহতের আশঙ্কা

কলকাতায় হঠাৎই ভেঙে পড়ল সেতু। মঙ্গলবার বিকেল পৌনে ৫টার আচমকাই ধসে পড়ে দক্ষিণ শহরতলির গুরুত্বপূর্ণ মাঝেরহাট সেতুটি। সেই সময় সেতুর উপর অনেক যানবাহন থাকায় তীব্র আতংক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যুর সংবাদ দিচ্ছে স্থানীয় গণমাধ্যমগুলো। ধারণা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে।

ঘটনার অল্প সময় পরই উদ্ধারকাজে নামে দমকল বাহিনী। এরপর উদ্ধারকাজে যোগ দেয় সেনাবাহিনীও। ঘটনাস্থল থেকে ৯ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার খবর জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, হঠাৎই বিকট আওয়াজে ভেঙে পড়ে সেতুর মাঝের অংশ। এ সময় সেতুর উপরে থাকা বেশকিছু যানবাহন ছিটকে পড়ে। এসব যানবাহনের চালক ও আরোহীরা গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধারে সর্বোচ্চ পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

উল্লেখ্য, আড়াই বছর আগে পশ্চিমবঙ্গের পোস্তায় আরেকটি ফ্লাইওভার ভেঙে পড়লে ২৭ জনের মৃত্যু হয়।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version