বিএনপির এক দফা খাদে পড়ে গেছে। তাদের নেতা তারেক রহমান কখনও নির্বাচন করতে পারবে না। খালেদা জিয়াও অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাজা ভোগ করার কারণে নির্বাচন করতে পারবে না। এসব কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (২ আগস্ট) রংপুরে বিভাগীয় মহাসমাবেশে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, তারেক রহমানকে দুই মামলায় ৯ বছর, আর তার স্ত্রীকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
ওবায়দুল কাদের আরও বলেব, আওয়ামী লীগ পালাবে না। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে। বন্ধুকের নল ঠেকিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি, শেখ হাসিনা ক্ষমতায় এসেছে জনগণের রায় নিয়ে। আওয়ামী লীগ রাজপথেও আছে, নির্বাচনেও আছে।
তিনি আরও বলেন, বিএনপি রাজপথে হেরে গেছে। নির্বাচনেও হেরে যাবে। তারা আর পারবে না। এবার সোহরাওয়ার্দীতে জনসভা করতে গিয়ে পথেই বিএনপির হাঁটু ভেঙে গেছে।
আরও পড়ুন: তারেকের ৯ ও জোবায়দার ৩ বছরের কারাদণ্ড
/এম ই

