Site icon Jamuna Television

উল্লাপাড়ায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণ গেল কিশোরের

সিনিয়র করেসপনডেন্ট, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নামতে গিয়ে আব্দুর রহমান (১৩) নামে এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের সাথে থাকা দুই বন্ধু নিখোঁজ রয়েছেন।

বুধবার (২ আগস্ট) সকালে ওই কিশোরের লাশ রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত আব্দুর রহমান উপজেলার বালুরটেক এলাকার গুচ্ছ গ্রামের আকুব্বর হোসেনের ছেলে। আর তার নিখোঁজ বন্ধুরা হলো, প্রতিবেশী মৃত জহু পাগলার ছেলে ফাহিম ও খাদেমের ছেলে জিহাদ। তারা একসঙ্গে ঢাকায় ঘুরতে গিয়েছিল বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, তিন বন্ধু মিলে মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে চিত্রা এক্সপ্রেস ট্রেনে করে উল্লাপাড়া থেকে হঠাৎ ঢাকায় যায়। রাতে ফাহিম ও জিহাদ তাদের পরিবারকে ফোন করে জানায়, তারা এখন ঢাকার কমলাপুর রেলস্টেশনে। পরে রাতের দিকে তারা রংপুর এক্সপ্রেসে ওঠে উল্লাপাড়া উদ্দেশে রওনা করে। পথিমধ্যে ঘাটিনা ব্রিজ পার হয়ে গুচ্ছগ্রাম বালুর টেক এলাকায় এলে আব্দুর রহমান চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নামার চেষ্টা করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার এসআই রূপ সাহা বলেন, ধারণা করা হচ্ছে ট্রেন থেকে নামার জন্য ঝাঁপ দিয়ে ওই কিশোর নিহত হয়েছেন। তদন্ত করে প্রকৃত ঘটনা জানার চলছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

এএআর/

Exit mobile version