Site icon Jamuna Television

স্কুলে যাওয়ার পথে ট্রাক চাপায় নিহত ছাত্রী

বেনাপোল প্রতিনিধি:

যশোরের বেনাপোল স্থলবন্দরের চেকপোস্ট এলাকায় রফতানিকৃত পণ্যবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আনিকা (১৩) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে।

বুধবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে বেনাপোল চেকপোস্ট সড়কের বড়আঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আনিকা বড়আঁচড়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে ও বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানায়, স্কুলে যাওয়ার জন্য সকালে বাড়ি থেকে বেরিয়ে ভ্যানে করে বেনাপোল চেকপোস্টের বড় আঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের মোড় ঘুরে প্রধান সড়কে উঠছিল। এ সময় ভারতে রফতানিকৃত একটি পণ্যবাহী ট্রাক জোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় আনিকাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, স্কুলে যাওয়ার পথে একটি ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

এটিএম/

Exit mobile version