Site icon Jamuna Television

আর্জেন্টিনার পর এবার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ব্রাজিলের বিদায়

ছবি: সংগৃহীত

নারী ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পানামাকে বড় ব্যবধানে হারিয়ে দাপুটে শুরু করেছিল ব্রাজিল। কিন্তু পরের ম্যাচে ফ্রান্সের কাছে হেরে যায় সেলেসাওরা। দক্ষিণ আমেরিকার দেশটির কাছে শেষ ম্যাচটি ছিল বাঁচা-মরার লড়াই। জিতলেই কেবল শেষ ষোলো নিশ্চিত হবে হলুদ জার্সিধারীদের। এমন পরিসংখ্যানের ম্যাচে চাপ নিতে পারেনি ব্রাজিল। জ্যামাইকার বিপক্ষে গোলশূন্য ড্র করে বিদায়ের ঘণ্টা বেজে যায় ব্রাজিলের।

মেলবোর্নে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জামাইকার মুখোমুখি হয় ব্রাজিল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসে ব্রাজিলের মেয়েরা। একের পর এক আক্রমণে জ্যামাইকার রক্ষণকে প্রতি মুহূর্তে কাঁপিয়েছে ব্রাজিল। কিন্তু নিজেদের সেই আক্রমণগুলোকে পরিণতি দিতে পারেনি। প্রথমার্ধে ৭৬ শতাংশ বলের দখল রেখে ১১টি শট নিয়ে ৬টিই লক্ষ্যে রাখে ব্রাজিল। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা না মেলায় গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায় হলুদ জার্সিধারীরা।

ছবি: সংগৃহীত

দ্বিতীয়ার্ধেও এ চিত্র বদলায়নি। আক্রমণের পর আক্রমণে নাভিশ্বাস ওঠে জ্যামাইকার। কিন্তু এরপরও জালে বল ঢুকতে দেয়নি তারা। ম্যাচ শেষ হওয়ার ৯ মিনিট আগে ব্রাজিল তুলে নেয় সর্বকালের অন্যতম সেরা নারী ফুটবলারদের একজন মার্তাকে। এ সময় একই সঙ্গে তিনটি পরিবর্তন আনে, কিন্তু কোনো কিছুই কাজে আসেনি। শেষ পর্যন্ত কোনো গোল না হওয়ায় বিদায় নিশ্চিত হয়ে যায় সেলেসাওদের।

ছবি: সংগৃহীত

মার্তাদের কান্নার বিপরীতে কেঁদেছে জ্যামাইকাও। তাদের কান্না অবশ্য আনন্দের। ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপ থেকে ফ্রান্সের সঙ্গে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে আফ্রিকান দেশটি।

/আরআইএম

Exit mobile version