Site icon Jamuna Television

টিএসসিতে নুরদের মারধর, আহত হয়ে হাসপাতালে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন এলাকায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগের তীর ছাত্রলীগের নেতাকর্মীদের দিকে। এতে নুরসহ সংগঠনটির ২০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। আহতদের মধ্যে নুরুল হক নুরসহ বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বুধবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এ মারধরের ঘটনা ঘটে। জানা গেছে, বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর হামলা-মামলা, জানমালের ক্ষতি ও হয়রানি, মাদরাসাছাত্র রেজাউল হত্যা ও বুয়েট শিক্ষার্থীদের গ্রেফতারের প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদের ডাকা বিক্ষোভ সমাবেশে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছিলেন নুরুল হক নুর ও তার সহযোগীরা।

শাহবাগ এলাকা থেকে নুরুল হক নুরের নেতৃত্বে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে ক্যাম্পাসে ঢুকছিলেন। মিছিলটি রাজু ভাস্কর্য পার হয়ে টিএসসির ডাস ক্যাফেটেরিয়ার সামনে পৌঁছালে মোটরসাইকেল নিয়ে মিছিলের সামনে দাঁড়িয়ে যান ছাত্রলীগের বেশকিছু নেতা-কর্মী। মোটরসাইকেল থেকে নেমে তারা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে নুরুল হক ও তার অনুসারী নেতা-কর্মীদের এলোপাতাড়ি কিল-ঘুষি মারা হয়। এক পর্যায়ে নুর ও তার অনুসারীরা দৌড় দিলে তাদের পেছন থেকে ধাওয়া করা হয়। টিএসসি এলাকায় মেট্রোরেলের নিচে আরেক দফা মারধরের শিকার হন নুর। এসময় ছাত্রলীগেরই বেশ কিছু নেতাকর্মীকে দেখা যায় কর্মীদের নিবৃত্ত করতে। এসময় আত্মরক্ষার্থে দোয়েল চত্বরের দিকে দৌড় দেন নুর ও তার সহযোগীরা। এরপর তাকে সরিয়ে হাসপাতালে নিয়ে যান তার অনুসারীরা।

গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জানিয়েছেন, মাথার একাধিক জায়গায় আঘাত পেয়েছেন নুর। বর্তমানে কাকরাইলের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

এদিকে, আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে যাওয়াদের মধ্যে আছেন- মেহেদী হাসান (২৩), রাকিব (২৫), তোফায়েল আহমেদ (২৫ ), রাকিব (২৮), আব্দুর জাহের (৩০), সাব্বির(২৫), সাদ (২৩), তুহিন (২৫), ইউসুফ (২৩), আকাশ (২২), কামরুজ্জামান (৩৫)। এ ঘটনায় একজন পথচারীও আহত হয়ে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

Exit mobile version