Site icon Jamuna Television

কলেজছাত্র প্রান্ত হত্যারহস্য উদঘাটনের দাবি পুলিশের; গ্রেফতার ৪

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর রাজেন্দ্র কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী প্রান্ত মিত্র (২৩) হত্যারহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। একইসাথে এ ঘটনায় জড়িত ৪ আসামিকে গ্রেফতার করেছে তারা।

বুধবার (২ আগস্ট) দুপুরে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. শাহজাহান।

গ্রেফতারকৃতরা হলো- তানভীর আহম্মেদ সজিব শেখ (২৩), ইসরাফিল মল্লিক (৩৪), সিফাতুল্লাহ বেপারী (১৯) ও মাসুম শেখ (৩৪)। এদের বাড়ি ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ সুপার বলেন, গত ২৫ জুলাই রাতে ছিনতাইকারীদের হাতে নিহত হন প্রান্ত মিত্র। ছিনতাইকারীরা প্রান্তকে হত্যার পর একইরাতে শহরের কমলাপুরে জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান যাদু মিয়াকে কুপিয়ে জখম করে তার নিকট থেকে নগদ টাকা ও মালামাল ছিনতাইসহ আরও ২টি ছিনতাইয়ের ঘটনা ঘটায়। শহরের সরকারি, বেসরকারি বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে খুনি ও ছিনতাইকারীদের শনাক্ত করা হয় ও পর্যায়ক্রমে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত মোটরসাইকেল, চাপাতি, সেভেন গিয়ার চাকু ও রেঞ্জসহ হত্যাকারীদের গায়ে থাকা রক্তমাখা জামা-কাপড়, জুতা ও বেল্ট উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা সবাই মাদকসেবী। জেলখানা থেকে তাদের পরিচয়। তারা মাদকসেবন ও ফুর্তির জন্য ছিনতাই করতো। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে শেষে, নিহত প্রান্তের মা কান্নাজড়িত কণ্ঠে আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

প্রসঙ্গত, গত সোমবার (২৫ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে হাসপাতালে ভর্তি হৃদয় নামে এক বন্ধুর বোনের জন্য রক্ত ম্যানেজ করতে ওয়ারলেসপাড়ার বাসা থেকে রিকশায় করে শিশু হাসপাতালের উদ্দেশে যাওয়ার পথে ছুরিকাঘাতে নিহত হন প্রান্ত। এর দুদিন পরে বুধবার (২৭ জুলাই) দিবাগত রাতে প্রান্তের বাবা বিকাশ মিত্র অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।

এএআর/

Exit mobile version