Site icon Jamuna Television

আবারও রেকর্ড গড়লেন বিটিএসের জাংকুক, জায়গা করে নিলেন গিনেস বুকে

কে-পপ ব্যান্ড বিটিএস সদস্য জাংকুকের নতুন একক গান ‘সেভেন’ জায়গা করে নিল গিনেস বুকে। স্পটিফাইতে ২০০ মিলিয়ন স্ট্রিমের রেকর্ড গড়েছে তার গান। যা কোনো পুরুষ গায়কের জন্য সবচেয়ে কম সময়ে গড়া একটি নতুন রেকর্ড। সূত্র: ম্যানিলা বুলেটিন।

গেল ১৪ জুলাই জাংকুকের নতুন গান সেভেন যুক্তি পায়। জাংকুকের গানটি ১৪ দিনের মধ্যে এই মাইলফলক স্পর্শ করেছে। এছাড়া, ফিচার করা গান হিসেবেও এটি একটি রেকর্ড গড়েছে। সবমিলিয়ে এটি দ্বিতীয় দ্রুততম গান যা এই মাইলফলক স্পর্শ করেছে।

‘সেভেন’ মুক্তির পর থেকে একের পর এক রেকর্ড ভাঙছে। প্রথম ৩ দিনে ৫০ মিলিয়ন এবং ৬ দিনে ১০০ মিলিয়নের মাইলফলক স্পর্শ করেছিল।

এটি কোনো কে-পপ শিল্পীর গাওয়া প্রথম গান, যা টানা দুই সপ্তাহ ধরে সাপ্তাহিক গ্লোবাল চার্টে শীর্ষে এবং টানা ১৪ দিন ধরে প্রতিদিনের গ্লোবাল চার্টের শীর্ষে আছে।

এটিএম/

Exit mobile version